২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৬:৩০

শিরোনাম
খুলনার ৬ টি আসনে জয়ী নৌকার প্রার্থীরা বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে নৌবাহিনী মোতায়েন ভোটারদের হুমকি দিচ্ছে এমপি সালাম মুর্শিদীর লোকের, অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর ভারতীয় ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে নৌপ্রধানের সাক্ষাৎ বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহর শাহাদত বার্ষিকী পালন রূপসা প্রেসক্লাবের উদ্যোগে বীর ‍মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নৌবাহিনীর ৬৭১ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত আমরা একবারও বলিনি তফসিল পেছানোর কথা : ইসি আহসান হাবিব শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান

পাইকগাছার হরিঢালী থেকে জুয়ার সারঞ্জাম সহ ৬ জুয়াড়ী আটক!

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ পাইকগাছা থানা পুলিশের অভিযানে জুয়ার সারঞ্জাম সহ ৬ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনাতনকাটি গ্রামের আব্দুর সাত্তারের দোকানের বারান্দার থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, সোনাতনকাটি গ্রামের
মৃত শহর আলী মোড়লের পুত্র আকবার মোড়ল (৬০), মৃত শেখ আশরাফ হোসেনের পুত্র একরাম হোসেন (৫০), আনিসুল হকের পুত্র ইমরান পারভেজ (৩২), আব্দুর রাজ্জাকের পুত্র সোহেল (৩৫), মৃত হায়দার আলীর পুত্র মীর শরিফুল ইসলাম (৪০) ও মীর নুর আলীর পুত্র মীর বাবু (৪৩)। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার থানা পলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে উপজেলার হরিঢালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিরুজ্জামান হাজরা সঙ্গীয় ফোর্স নিয়ে মামুদকাটি অবস্থানের সময় গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের সোনাতন কাটি জনৈক সাত্তারের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় তার দোকানের বারান্দায় বাসের চালার উপর থেকে জুয়ার সারঞ্জাম সহ তাদেরকে আটক করে পুলিশ। থানা ওসি এজাজ শফি জানান, আটক জুয়াড়ীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধরায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার নাং ০৫, তারিখ ০৫/০৯/২০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন