৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১২:১২

শিরোনাম
ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

ধর্মের নামে ধোকা দিয়ে ভোট চাওয়ার দিন শেষ : রকিবুল ইসলাম

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : নির্বাচন মানেই একে অপরের ব্যক্তিগত দোষ ত্রুটি খোঁজা নয়, বরং এটি হওয়া উচিত দেশ ও জনপদ গড়ার একটি সুস্থ প্রতিযোগিতা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কাদা ছোড়াছুড়ি ও পরনিন্দা পরিহার করে গঠনমূলক রাজনীতির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক এবং খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

রাজনৈতিক ময়দানে একে অপরের বিরুদ্ধে গীবত গেয়ে অমূল্য সময় নষ্ট করার পাশাপাশি আমরা নিজেদের আমলনামায় গুনাহ যোগ করছি। পরনিন্দা কেবল রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করে না, বরং এটি আমাদের ঈমানি শক্তিকেও ক্ষতিগ্রস্ত করে। তাই অহেতুক অন্যের সমালোচনা করে সময় ব্যয় করার কোনো প্রয়োজনীয়তা নেই।সম্প্রতি এক নির্বাচনী পথসভায় নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দৌলতপুর ৩নং ওয়ার্ডের ৪টি সেক্টারের এলাকাবাসী আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন, কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

দোয়া মাহফিল ও নাগরিক সভায় , শিক্ষানুরাগী ও সমাজ সেবক অধ্যাপক নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, দৌলতপুর আলিম মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি সেলিম রেজা, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিতুল, সমাজ সেবক মো: মতিয়ার রহমান, আলহাজ্ব মো: আলতাব হোসেন, শেখ পাউস হোসেন, বিশিষ্ট আইনজীবী অ্যাড. আতাউর রহমান খোকন, বিশিষ্ট ব্যবসায়ী এস এম জামান লিপু, গোলাম কিবরিয়া, মনিরুজ্জামান পলাশ শরীফ, সমাজ সেবক ও শিক্ষানুরাগী আব্দুর রশিদ, মোঃ সুলতান হোসেন প্রমুখ।

দৌলতপুর থানার ৩ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত দোয়া মাহফিল ও পথসভাগুলোতে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন