২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৭:০৫

দেশে একদিনে করোনায় আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,১৪১

প্রকাশিত: জুন ১৪, ২০২০

  • শেয়ার করুন

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ১৭১ জনে দাঁড়াল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৪১ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৫২০ জনে।

রোববার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ১১, সিলেটে ২, বরিশালে ১, রংপুরে ১ এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন। ২০ জন হাসপাতালে ও ১১ জন নিজ বাড়িতে মারা যান। অপরজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

মৃত ৩২ জনের বয়স:

  • ২১ থেকে ৩০ বছর বয়সী: ১ জন।
  • ৩১ থেকে ৪০ বছর বয়সী: ১ জন।
  • ৪১ থেকে ৫০ বছর বয়সী: ৬ জন।
  • ৫১ থেকে ৬০ বছর বয়সী: ১০ জন।
  • ৬১ থেকে ৭০ বছর বয়সী: ৯ জন।
  • ৭১ থেকে ৮০ বছর বয়সী: ২ জন।
  • ৮১ থেকে ৯০ বছর বয়সী: ৩ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১৪ হাজার ৬৯০টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৫০৫টি পরীক্ষা করা হয়েছে। ৬০টি পরীক্ষাগারে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৯০৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৮ হাজার ৭৩০ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট আক্রান্ত: ৮৭ হাজার ৫২০ জন।
  • মারা গেছেন: ১ হাজার ১৭১ জন।
  • মোট সুস্থ: ১৮ হাজার ৭৩০ জন।
  • মোট নমুনা পরীক্ষা: ৫ লাখ ১ হাজার ৪৬৫টি।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে।

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৭৮ লাখ ৮৪ হাজার ৭৭২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় সাড়ে ৪০ লাখ সেরে উঠলেও প্রাণ গেছে ৪ লাখ ৩২ হাজার ৬৩৮ জনের।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

  • যুক্তরাষ্ট্র: ১ লাখ ১৭ হাজার ৫২৭ জন।
  • ব্রাজিল: ৪২ হাজার ৭৯১ জন।
  • যুক্তরাজ্য: ৪১ হাজার ৬৬২ জন।
  • ইতালি: ৩৪ হাজার ৩০১ জন।
  • ফ্রান্স: ২৯ হাজার ৩৯৮ জন।
  • স্পেন: ২৭ হাজার ১৩৬ জন।
  • মেক্সিকো: ১৬ হাজার ৮৭২ জন।
  • বেলজিয়াম: ৯ হাজার ৬৫০ জন।
  • ভারত: ৯ হাজার ২০৪ জন।
  • জার্মানি: ৮ হাজার ৮৬৭ জন।
ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন