১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১১:০৮

শিরোনাম
খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খুলনায় ১৩ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে আউটসোর্সিং কর্মচারীরা, অচল ৯ উপজেলার স্বাস্থ্যসেবা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

ডাক্তার তারিমের ডায়গনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতা ডাক্তার ইউনুস খান তারিমের মালিকানাধীন খুলনার ফাতিমা হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে সেবা প্রদান করে আসছে। ভোক্তা অধিকার দপ্তরের অভিযানে বিষয়টি ধরা পড়ায় গুণতে হয়েছে এক লাখ টাকা জরিমানা।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডায়গনস্টিক সেন্টার ছাড়াও বগুড়া সুইটসকেও ৬ হাজার টাকা জরিমানা করা হয়।


উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, নগরীর রয়্যাল মোড়ে অবস্থিত ফাতিমা হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগীদের সেবা প্রদান করে আসছিলো এমন অভিযোগের প্রেক্ষিতে আজ বিকালে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় একলাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই এলাকার বগুড়া সুইটসকে উৎপাদিত দইয়ের মেয়াদ উত্তীর্ণ তারিখ ও মুল্য উল্লেখ না করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেয় হয় বলেও জানান এই কর্মকর্তা।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে আজকের অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জেড. এন. সুমন ও আনসার সদস্যবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন