তথ্য প্রতিবেদক : প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতা ডাক্তার ইউনুস খান তারিমের মালিকানাধীন খুলনার ফাতিমা হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে সেবা প্রদান করে আসছে। ভোক্তা অধিকার দপ্তরের অভিযানে বিষয়টি ধরা পড়ায় গুণতে হয়েছে এক লাখ টাকা জরিমানা।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডায়গনস্টিক সেন্টার ছাড়াও বগুড়া সুইটসকেও ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, নগরীর রয়্যাল মোড়ে অবস্থিত ফাতিমা হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগীদের সেবা প্রদান করে আসছিলো এমন অভিযোগের প্রেক্ষিতে আজ বিকালে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় একলাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই এলাকার বগুড়া সুইটসকে উৎপাদিত দইয়ের মেয়াদ উত্তীর্ণ তারিখ ও মুল্য উল্লেখ না করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেয় হয় বলেও জানান এই কর্মকর্তা।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে আজকের অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জেড. এন. সুমন ও আনসার সদস্যবৃন্দ।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত