প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫
খবর বিজ্ঞপ্তির : খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, ছাত্র-জনতার অনেক রক্তের বিনিময়ে স্বৈরশাসকের পতন এবং গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এখন প্রয়োজন নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এক্ষেত্রে কোনো ষড়যন্ত্র বা বাধা বরদাশত করা হবে না। তারেক রহমানের নির্দেশে দলের সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো যড়যন্ত্র রুখে দিতে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে ভাগ্যহত মানুষের সেবার মাধ্যমে গণঅভ্যুত্থানের সুফল সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এখন আমাদের সবার মূল লক্ষ্য।
শুক্রবার (১১ এপ্রিল) বিকালে নগরীর ৩১নং ওয়ার্ডের জিন্নাহপাড়া মুক্ত বাজারে নির্বাচিত ‘মুক্ত বাজার ব্যবসায়ী সমিতি’র শপথগ্রহন অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনা বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে সংস্কার কর্মসূচী বাস্তবায়ন করে এদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা হবে। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে এ দেশে স্থায়ী ও সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে, গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, যেন ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হতে পারে। এই চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার জন্য যে যেখানে আছি সেখান থেকে আমাদের লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়ন করতে এগিয়ে আসতে হবে।
ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী আফসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), জাকির ইকবাল বাপ্পি, কে এম এ জলিল, নুরুল আলম দিপু, আমিন আহমেদ, সওগাতুল আলম সগীর, শহীদ খান, বাবুল রানা, হুমায়ুন কবীর চৌধুুরী, রিয়াজ সাহেদ, মনিরুল ইসলাম কিরণ, আসাদুজ্জামান আসাদ, ইমরান হোসেন বাবু, শফিকুল ইসলাম, ওমর ফারুক, রবিউল ইসলাম, মোকলেসুর রহমান, জাকির হোসেন, কামরুজ্জামান টুকু, ইয়াকুব পাটোয়ারী, জাহেদা পারভীন, নাছিমা বেগম, রফিকুল ইসলাম, ইউসুফ হোসেন প্রমূখ।