১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১১:৪৩

শিরোনাম
ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩

চোরাচালানী রোধে বেনাপোল সাংবাদিকদের সাথে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
সীমান্ত পথে যাতে চোরাচালান বন্ধ হয়, সেজন্য বিজিবি ও সাংবাদিক পরস্পরের সহযোগিতা কামনা করলেন বিজিবির সেক্টর কমান্ডার মামুনুর রশিদ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় বেনাপোল বিজিবি ক্যাম্পে বিজিবি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ সর্বদা সীমান্তের অবৈধ ভাবে পণ্য পাচার, মাদক পাচার ও চোরাচালান বন্ধে সাংবাদিকদের পাশে থাকার আহবান জানান।

তিনি বলেন, সীমান্তের অবৈধ ব্যবসা ও চোরাচালান বন্ধ করা বিজিবির একার পক্ষে সম্ভব নয়। যদি সাংবাদিকরা সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করে, তাহলে সহজেই সীমান্তের সব অপরাধ দূর হবে। উভয় উভয়কে সহযোগিতা করলে, তবেই চোরাকারবারিরা আইনের হাতে সহজেই ধরা পড়বে। সাংবাদিকদের কাছে যদি কোন তথ্য থাকে, তাহলে তারা সেটা প্রচার করলে, বিজিবি সদস্যদের প্রকৃত অপরাধীদের ধরতে বেগ পেতে হবে না। সর্বপরি সাংবাদিকদের সীমান্তের অপরাধ দমনে পাশে থাকতে আশাবাদ ব্যক্ত করেন।

এসময়, বিজিবি ও সাংবাদিকদের মাঝে সীমান্তের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর কিভাবে উভয় উভয়ের সহযোগিতায় সীমান্তের অবৈধ ভাবে পণ্য পাচার, মাদক পাচার ও চোরাচালান বন্ধ হয়, তা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় বিজিবির পক্ষ থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমাধান দেওয়া হয়।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী, বিজিবি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন