মিলন হোসেন বেনাপোল,
সীমান্ত পথে যাতে চোরাচালান বন্ধ হয়, সেজন্য বিজিবি ও সাংবাদিক পরস্পরের সহযোগিতা কামনা করলেন বিজিবির সেক্টর কমান্ডার মামুনুর রশিদ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় বেনাপোল বিজিবি ক্যাম্পে বিজিবি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ সর্বদা সীমান্তের অবৈধ ভাবে পণ্য পাচার, মাদক পাচার ও চোরাচালান বন্ধে সাংবাদিকদের পাশে থাকার আহবান জানান।
তিনি বলেন, সীমান্তের অবৈধ ব্যবসা ও চোরাচালান বন্ধ করা বিজিবির একার পক্ষে সম্ভব নয়। যদি সাংবাদিকরা সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করে, তাহলে সহজেই সীমান্তের সব অপরাধ দূর হবে। উভয় উভয়কে সহযোগিতা করলে, তবেই চোরাকারবারিরা আইনের হাতে সহজেই ধরা পড়বে। সাংবাদিকদের কাছে যদি কোন তথ্য থাকে, তাহলে তারা সেটা প্রচার করলে, বিজিবি সদস্যদের প্রকৃত অপরাধীদের ধরতে বেগ পেতে হবে না। সর্বপরি সাংবাদিকদের সীমান্তের অপরাধ দমনে পাশে থাকতে আশাবাদ ব্যক্ত করেন।
এসময়, বিজিবি ও সাংবাদিকদের মাঝে সীমান্তের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর কিভাবে উভয় উভয়ের সহযোগিতায় সীমান্তের অবৈধ ভাবে পণ্য পাচার, মাদক পাচার ও চোরাচালান বন্ধ হয়, তা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় বিজিবির পক্ষ থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমাধান দেওয়া হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী, বিজিবি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত