প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬

খবর বিজ্ঞপ্তির : খুলনা মহানগরীর খালিশপুর ১৪ নং ওয়ার্ডের সবুরের মোড়, বৈকালী বাজার, জংশন মোড়, নেভি চেকপোস্ট ও কাদেরের বস্তুিসহ বিভিন্ন এলাকায় আজ (বৃহস্পতিবার) গণসংযোগ ও প্রচারপত্র বিতিরণ করেন খুলনা-৩ আসনের হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী ও হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ সহকারে শোনেন। এসময় তিনি খুলনা-৩ আসনকে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, আপনারা শ্রমনির্ভর মানুষ, আপনাদের পরিবার, জীবনযাপন শ্রমের উপর নির্ভরশীল। আমাদের খালিশপুর শিল্পাঞ্চল আমাদের খুলনার ঐতিহ্য। কথা দিচ্ছি নির্বাচিত হলে আপনাদের ভোটে সংসদে গেলে রাষ্ট্রতত্ত্ব কলকারখানার কথা বলবো। আপনাদের চিরচেনা খালিশপুর আবারও পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, খুলনাবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক হাতপাখা। এই প্রতীকের মাধ্যমে খুলনাবাসী একটি নতুন, পরিচ্ছন্ন ও নৈতিক নেতৃত্ব বেছে নিতে পারবে ইনশাআল্লাহ।”
এসময় উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের হাতপাখার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এস এম আবু গালিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা সেক্রেটারি বাদশাহ খান, জিএম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ খলিলুর রহমান, সেক্রেটারি মোঃ বাদশা হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হাতপাখা প্রতীক নিয়ে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া দেখা যায়।