১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ২:১৭

শিরোনাম
খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা

কয়রায় যুবদল সভাপতির নামে ঘের দখলের অভিযোগে মামলা 

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪

  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : খুলনার কয়রা উপজেলা যুবদলের সভাপতি শরিফুল ইসলামসহ ১২ জনের নামে মাছের ঘের দখলের অভিযোগে মামলা হয়েছে। (৩ নভেম্বর) সোমবার কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে মামলাটি করেছেন ঘের মালিক মিজানুর রহমান। মামলাটি আমলে নিয়ে কয়রা থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার দশহালিয়া মৌজায় মামলার বাদীর ২০ বিঘা জমির চিংড়ি ঘের রয়েছে। গত ৩১ অক্টোবর যুবদলের সভাপতি শরিফুলের নির্দেশে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘেরে প্রবেশ করে। এসময় ঘের মালিকের ছেলে তাদের বাঁধা দিলে তাকে মারধর করে বের করে দেয়া হয়। এছাড়া ঘেরের বাসা ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরে ঘেরের প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী মিজানুর রহমান জানিয়েছেন, যুবদলের সভাপতি শরিফুল ইসলাম কয়েকদিন আগে তার কাছে ৭০ হাজার টাকা চায়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি লোকজন নিয়ে ঘের দখল করে নিয়েছেন। এ বিষয়ে পুলিশকে জানানো হলে সেখানেও টাকা দিয়ে মীমাংসা করার কথা বলা হয়। পরে আদালতে মামলা করা হয়েছে।

জানতে চাইলে যুবদলের সভাপতি শরিফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার আসে আমি জড়িত নই কে কারা ঘের দখল করছে এটাও আমি জানি না। মাঝে থানায় এই বিষয়ে বসাবসিতে আমাকে ডাকা হয় তখন আমি জানতে পারি । আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার সুনাম নষ্ট করতে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত আছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন