১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১:২৫

শিরোনাম
খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই রামপাল-মোংলায় হবে না- ড. ফরিদুল ইসলাম

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬

  • শেয়ার করুন
আলী আজীম, মোংলা : মোংলায় বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় এই আসনে সন্ত্রাস-চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই এই এলাকায় হবে না। যাদের ভেতর এমন চিন্তা রয়েছেন তারা আগেই নিজ থেকে ভালো হয়ে যান।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-০৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ জনপদ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, চিংড়ি ঘের ও জমি দখল সম্পূর্ণভাবে নির্মুল করা হবে। এসব এ জনপদের উন্নয়ন ও শান্তির প্রতিবন্ধকতা। তাই এগুলো কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে। যে কোন মূল্যে এ জনপদে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। যারা সাধারণ মানুষের সেবা করবেন তাদের আমরা সাধুবাদ জানাই। সবাই মিলে তাদের সেবায় নিয়োজিত থাকবো। আমি রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জনসেবায় নিয়োজিত ছিলাম, এখনো আছি। আগামীতে ধানের শীষ প্রতীকের ভোট বিপ্লবের মধ্যদিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে।
পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় অন্যান্যদের বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন, খোরশেদ আলম, বাবলু ভূইয়া, শাহজাহান ফকির, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক ইমান হোসেন রিপন, সদস্য সচিব আবুল কাশেম, যুবদল নেতা রতন মাহমুদ, ওয়াসিম আরমান, সুমন মল্লিক, শ্রমিক দল নেতা জামাল হোসেন, মোঃ মনিরুজ্জামান, মনির হোসেন ও পৌর ছাত্রদল নেতা মীর সাগর, ইমরান হোসেন, সাগর নিলয়।
ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন