২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৪:৫৮

শার্শায় শিশু ধর্ষনের অভিযোগ থানায় মামলা আটক ১।

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শা চানদুরীয়া ঘোপ গ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল আলিম (৪৫)নামে একজন কে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাকে শার্শা থানার পুলিশ আটক করেন ।সে চানদুরীয়া ঘোপ গ্রামের রমজান আলীর ছেলে।

শার্শা থানার ডিউটি অফিসার এএসআই শরিফুল ইসলাম জানান,আলিম ও শিশুদের বাড়ি পাশাপাশি ঘটনার সময় মেয়েটি মা বাড়িতে না থাকায় আব্দুল আলিম ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে লোকজন এসে শিশুটি উদ্ধার করে এবং আলিম কে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে মামলা নং ২০।তারিখ ১২/০৪/২১ ইং।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১২/০৪/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন