৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১১:৫৭

শিরোনাম
খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ

মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিন-আমানুল্লাহ

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা কে মাদকমুক্ত সমাজ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন, খুলনা-২ আসনে হাতপাখার সংসদ সদস্য প্রার্থী মুফতী আমানুল্লাহ । তিনি বলেন, ক্ষমতা নয় বরং আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে খুলনাবাসীকে একটি মাদকমুক্ত সমাজ উপহার দেওয়াই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।

শনিবার (৩১ জানুয়ারী) ১০ টায় সোনাডাঙ্গা থানার ১৮ নং ওয়ার্ডের সবুজ বাগ, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, ময়লা পোতা, আল আকসা, নবীনগর, বসু পাড়া, ছিদ্দিকিয়া মহল্লা, গাজী মেডিকেল এলাকা, খালাশী মাদ্রাসা, পল্লী মঙ্গল, দারুচ্ছালাম মহল্লা, আলীর ক্লাবের মোড়, নবপল্লী এলাকায় জনসংযোগ ও পথসভা শেষে তিনি বলেন, “মাদক আজ যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই আগ্রাসনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় সদিচ্ছা ও নৈতিক নেতৃত্ব থাকলে বরিশালকে অবশ্যই মাদকমুক্ত করা সম্ভব।”
তিনি আরও বলেন, মাদকের পেছনে থাকা গডফাদার, চোরাকারবারি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। একই সঙ্গে যুবকদের কর্মসংস্থান, নৈতিক শিক্ষা ও ক্রীড়া–সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের মাধ্যমে তাদের সুস্থ ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

মুফতী আমানুল্লাহ বলেন, হাতপাখা প্রতীক মানেই ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত রাজনীতি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে খুলনা কে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত নগরীতে রূপান্তর করা হবে।

গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, আব্দুর রশিদ, মোঃ মইন উদ্দিন, আব্দুল মান্নান, মোঃ কবির হোসেন হাওলাদার, নুরুজ্জামান বাবুল, মনিরুজ্জামান মুকুল, মোঃ আব্দুল মান্নান, মোঃ মোস্তফা জামাল, মোঃ আবু হানিফ, আব্দুর রহমান, হাবিবুর রহমান, একরাম হোসেন, মোঃ শাহজাহান আলী, মোঃ মজিবুর রহমান, আবুল হোসেন, মোঃ ফয়সাল করিম, মোঃ আশরাফুল ইসলাম লিটন, আবুল বাশার বাদশাহ, আবু হানিফ, আব্দুল মান্নান সরদার,মো. ফারুখ হোসেন, মো. আমিরুল ইসলাম সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন