১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:৫২

বেনাপোল পুটখালী সীমান্তে ১০০ বোতল ফেন্সিডিল সহ আটক ২।

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১০০ বোতল ফেন্সিডিল সহ হাবিবুল্লাহ ও রাকিব হোসেন নামে ২ জন কে আটক করেছে বিজিবি।শুক্রবার ভোরে তাদেরকে আটক করা হয়।হাবিবুল্লাহ বেনাপোল থানার কেলেকান্দা গ্রামের শাহ আলমের ছেলে ও রাকিব হোসেন পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে।

বিজিবি জানান পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু এর নেতৃত্বে একটি টহল দল  ট্যাংকির মোড় এলাকা হতে ৮৫ বোতল ফেন্সিডিল সহ মোহাম্মদ হাবিবুল্লাহ, পিতা মোঃ শাহ আলম, গ্রামঃ কেলেকান্দা থানাঃ বেনাপোল পোর্ট, জেলা যশোর কে অপরদিকে নায়েক তৌহিদ এর নেতৃত্বে একটি টহল দল শিকরী বটতলা এলাকা হতে ১৫ বোতল ফেনসিডিল সহ মোঃ রাকিব হোসেন, পিতাঃ মোঃ রবিউল ইসলাম গ্রামঃ পুটখালী, থানাঃ বেনাপোল পোর্ট,জেলাঃ যশোর কে আটক করে।
আসামিদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ৩০/০৪/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন