২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ২:৩৯

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

বুধহাটা ও শোভনালী ইউনিয়নে রবিউল বাশারের গণ সংযোগ

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬

  • শেয়ার করুন

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনির বুধহাটা ও শোভনালী ইউনিয়নে গণসংযোগ করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল ও বিকালে এ গণসংযোগ করেন।

সকালে শোভনালী ইউনিয়নের পূর্ব কামালকাটি বাসন্তী মন্দির, শোভনালী ঘোষপাড়া মন্দির ও জদ্দা তরুণ সংঘ আয়োজিত বাণী অর্চনা অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করেন।

বিকালে বুধহাটা বাজারে গণসংযোগ ও পথ সভা করেন। অনুষ্ঠানে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আবসার মুর্তাজা, সহ-সেক্রেটারী মাওঃ আঃ বারী, ছাত্র শিবিরের জেলা প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন আমীর মাওঃ আঃ ওয়াদুদ, উপজেলা ছাত্র শিবির সভাপতি ইয়াসিনুর রহমান ও মোখলেসুর রহমান, শোভনালী সেক্রেটারী দেছের আলী,উপজেলা যুব বিভাগের সেক্রেটারী আজহারুল ইসলাম, প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। পথসভা ও মতবিনিময় কালে এমপি প্রার্থী রবিউল বাশার বলেন, দেশ গঠনে সোনার মানুষ প্রয়োজন, পূর্বে সোনার মানুষ না থাকায় দেশ গঠন সম্ভব হয়নি। জাতির অবস্থা পরিবর্তন, দেশকে দুর্নীতি, চাঁদাবাজী, ঘের দখল, বাড়ি দখল মুক্ত দেশ গড়তে চাইলে সৎ নেতৃত্ব দরকার।

২০০২ থেকে ২০০৬ সালে দেশে জামায়াতের সাবেক আমীর শহীদ মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোঃ মোজাহিদ দু’জন মন্ত্রী ছিলেন। তখন দু’টি মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত ছিল, একটি টাকাও দুর্নীতি হয়নি উদাহরণ টেনে তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে সরকারি বরাদ্দের ১০ ভাগের এক ভাগও ব্যবহার হয়না। আমরা ইনশাল্লাহ এক টাকাও দুর্নীতি করবো না। আমরা দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে চাই।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন