২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:৪৬

ফাইনাল খেলে ক্ষমতায় যাবে জামায়াত ইসলাম-সাইদি পুত্র

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪

  • শেয়ার করুন

বিলাল হোসেন, শ্যামনগর : আওয়ামিলীগ নেতারা বলেছিল খেলা হবে কিন্তু ফাইনাল খেলা হওয়ার আগেই দেশ ছেড়ে পালিয়েছে।বাংলাদেশ জামায়াত ইসলামী সেই খেলার ফাইনাল খেলে রাষ্ট্রিয় ক্ষমতায় যাবে বলে মন্তব্য করেন বিশিষ্ট তাফসিরকারক আল্লামা দেলাওয়ার হোসেন সাইদীর ছেলে শামিম সাইদি।

তিনি আরো বলেন, হিন্দু, খ্রিষ্টান, বৈদ্য, মুসলমান সব বাংলাদেশের মানুষ এদের সাথে যদি কেও খারাপ আচারণ করে তাহলে তাদের ছাড় দেবে না জামায়াত ইসলামী এছাড়া একটা ফ্যাসিষ্ট সরকার বিদায় দিয়ে অন্য কোন ফ্যাসিবাদিদের সমার্থন না করার আহব্বান জানান। শনিবার বেলা ১২ চায় শ্যামনগর যুব বিভাগের আয়োজনে যুব সমাবেশে প্রধান অতীতের বক্তব্য আলহাজ্ব শামীম সাঈদী লক্ষ জনতার মাঝে এ সব কথা বলেন।

যুব সমাবেশে শ্যামনগর জামায়াত ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাতক্ষীরা জেলার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা জামায়াতের সহ সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা -৪ গাজী নজরুল ইসলাম, সাবেক আমীর আলহাজ্ব মুফতি আব্দুল মজিদ, কেন্দ্রীয় ছাত্র শিবিরে এইচ আইডি সম্পাদক আব্দুর রহিম, কেন্দ্রীয় ছাত্র শিবিরের তথ্য সম্পাদক মো: আব্দুর রহিম সহ জেলা ও উপজেলা জামায়াত ইসলাম ও বাংলাদেশ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সময় যুব সমাবেশ পরিচালনা করেন শ্যামনগর উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন