২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৬:৩০

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান পদে থাকছেন না সালাম মুর্শেদী

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২২

  • শেয়ার করুন

দীর্ঘ এক যুগেরও বেশি সময় প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর পদ ছেড়ে দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। শনিবার লিগ কমিটির সভা শেষে মিডিয়া ব্রিফিংয়ে এই দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা বলেছেন তিনি।

আবদুস সালাম মুর্শেদী খুলনা-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। একজন সফল ব্যবসায়ীও তিনি। রাজনীতি ও ব্যবসার কারণে ফুটবলে বেশি সময় দিতে পারবেন না উল্লেখ করে তিনি এই দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা বলেছেন।

সালাম মুর্শেদী বলেছেন, ‘সামনে রাজনৈতিক ব্যস্ততা বাড়বে আমার। তাই সভাপতিকে বলেছিলাম, আমার দায়িত্ব কিছুটা কমিয়ে দেওয়া যায় কি না। তখন উনি বলেছিলেন, আর একটু সময় থাকা যায়? আমি বলেছিলাম, আমাকে তো এখন এলাকায় (খুলনায়) নিয়মিত যেতে হয়। তখন সভাপতি বলেন, ঠিক আছে এটা আমি জানলাম, বিবেচনা করবো। আমি সভাপতিকে জানিয়েছি যে, পেশাদার লিগ কমিটি চালানোর মতো সময় আমার হাতে নেই। উনি বলেছেন, আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবো।’

আপনি পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন কি না এমন প্রশ্নের জবাবে সালাম মুর্শেদী বলেছেন, ‘আমি আজকে থেকে এই দায়িত্বে আর নেই। এখন বোর্ড সিদ্ধান্ত নেবে।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন