দীর্ঘ এক যুগেরও বেশি সময় প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর পদ ছেড়ে দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। শনিবার লিগ কমিটির সভা শেষে মিডিয়া ব্রিফিংয়ে এই দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা বলেছেন তিনি।
আবদুস সালাম মুর্শেদী খুলনা-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। একজন সফল ব্যবসায়ীও তিনি। রাজনীতি ও ব্যবসার কারণে ফুটবলে বেশি সময় দিতে পারবেন না উল্লেখ করে তিনি এই দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা বলেছেন।
সালাম মুর্শেদী বলেছেন, ‘সামনে রাজনৈতিক ব্যস্ততা বাড়বে আমার। তাই সভাপতিকে বলেছিলাম, আমার দায়িত্ব কিছুটা কমিয়ে দেওয়া যায় কি না। তখন উনি বলেছিলেন, আর একটু সময় থাকা যায়? আমি বলেছিলাম, আমাকে তো এখন এলাকায় (খুলনায়) নিয়মিত যেতে হয়। তখন সভাপতি বলেন, ঠিক আছে এটা আমি জানলাম, বিবেচনা করবো। আমি সভাপতিকে জানিয়েছি যে, পেশাদার লিগ কমিটি চালানোর মতো সময় আমার হাতে নেই। উনি বলেছেন, আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবো।’
আপনি পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন কি না এমন প্রশ্নের জবাবে সালাম মুর্শেদী বলেছেন, ‘আমি আজকে থেকে এই দায়িত্বে আর নেই। এখন বোর্ড সিদ্ধান্ত নেবে।’
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত