১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৭:০৬

খুলনা থেকে আবারো বিসিবি’র পরিচালক হচ্ছেন শেখ সোহেল ও কাজী ইনাম

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১

  • শেয়ার করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৬ অক্টোবর। তবে খুলনা বিভাগীয় কোটায় ভোট গ্রহণের প্রয়োজন পড়ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন বিসিবির এই বিভাগের বর্তমান দুই পরিচালক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল ও কাজী ইনাম আহমেদ।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) বিসিবির নির্বাচনের মনোনয়ন সংগ্রহের শেষ দিনে খুলনা বিভাগ থেকে এই দু’জনই মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ফলে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন তারা। শেখ সোহেল খুলনা বিভাগের প্রতিনিধি হিসেবে বিসিবির কাউন্সিলর হয়েছেন। আর কাজী ইনাম আহমেদ যশোর জেলার কাউন্সিলর। খুলনা বিভাগের বাকী ৯ জেলার কেউই নির্বাচনে অংশ গ্রহণের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেননি।

বিসিবি নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর সোমবার প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করবেন। মনোনয়ন পত্র যাচাই বাছাই করে তালিকা প্রকাশ করা হবে পরদিন ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার। ২৯ সেপ্টেম্বর আপীল গ্রহণ ও শুনানি হবে। আর আগামী ৩০ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত দিন। ফলে ওই দিনই প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন নির্বাচন কমিশন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন