বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৬ অক্টোবর। তবে খুলনা বিভাগীয় কোটায় ভোট গ্রহণের প্রয়োজন পড়ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন বিসিবির এই বিভাগের বর্তমান দুই পরিচালক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল ও কাজী ইনাম আহমেদ।
আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) বিসিবির নির্বাচনের মনোনয়ন সংগ্রহের শেষ দিনে খুলনা বিভাগ থেকে এই দু’জনই মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ফলে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন তারা। শেখ সোহেল খুলনা বিভাগের প্রতিনিধি হিসেবে বিসিবির কাউন্সিলর হয়েছেন। আর কাজী ইনাম আহমেদ যশোর জেলার কাউন্সিলর। খুলনা বিভাগের বাকী ৯ জেলার কেউই নির্বাচনে অংশ গ্রহণের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেননি।
বিসিবি নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর সোমবার প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করবেন। মনোনয়ন পত্র যাচাই বাছাই করে তালিকা প্রকাশ করা হবে পরদিন ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার। ২৯ সেপ্টেম্বর আপীল গ্রহণ ও শুনানি হবে। আর আগামী ৩০ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত দিন। ফলে ওই দিনই প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন নির্বাচন কমিশন।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত