৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সন্ধ্যা ৭:৫৫

খালেক-কামাল-মন্নুজানসহ ৭৫ জনের নামে মামলা

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক :

খুলনায় বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মহানগর সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানাসহ আওয়ামী লীগের ৭৫ নেতার নামে মামলা হয়েছে।

৭ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে বুধবার (২১ আগস্ট) মহানগরের খালিশপুর থানায় মামলাটি দায়ের করেন নগরের সাত নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস শেখ।

খালিশপুর থানার ওসি (তদন্ত) আশিষ মৈত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ৭৫জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৫০ জন অজ্ঞাতপরিচয়, মামলা নম্বর চার।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৭ আগস্ট বিকালে আসামীরা আগ্নেয়াস্ত্র, হকিস্টিক, লোহার রড, নিয়ে ৭ নং ওয়ার্ড বিএনপির সামনে এসে বোমাবাজি করে ত্রাস সৃষ্টি করে এবং শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। তারা বিএনপি কার্যালয়ে প্রবেশ করে লুটপাট করে এবং আগুন ধরিয়ে দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন