তথ্য প্রতিবেদক :
খুলনায় বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মহানগর সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানাসহ আওয়ামী লীগের ৭৫ নেতার নামে মামলা হয়েছে।
৭ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে বুধবার (২১ আগস্ট) মহানগরের খালিশপুর থানায় মামলাটি দায়ের করেন নগরের সাত নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস শেখ।
খালিশপুর থানার ওসি (তদন্ত) আশিষ মৈত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ৭৫জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৫০ জন অজ্ঞাতপরিচয়, মামলা নম্বর চার।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৭ আগস্ট বিকালে আসামীরা আগ্নেয়াস্ত্র, হকিস্টিক, লোহার রড, নিয়ে ৭ নং ওয়ার্ড বিএনপির সামনে এসে বোমাবাজি করে ত্রাস সৃষ্টি করে এবং শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। তারা বিএনপি কার্যালয়ে প্রবেশ করে লুটপাট করে এবং আগুন ধরিয়ে দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত