২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১০:২৫

শিরোনাম
অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খুলনায় ১৩ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে আউটসোর্সিং কর্মচারীরা, অচল ৯ উপজেলার স্বাস্থ্যসেবা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত

২ বছর পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভ্রমন ভিসায় ভারতে যাচ্ছে বাংলাদেশী যাত্রীরা

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
করোনার ভাইরাসের কারনে দু বছর বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে ভ্রমন ভিসায় বেনাপোল চেকপোষ্ট দিয়ে দু দেশের মধ্যে যাত্রী চলাচল শুরু হয়েছে। ভ্রমন ভিসা চালু হওয়ায় বেনাপোল চেকপোস্ট ব্যবসায়ীদের মাঝে কিছুটা স্বস্থি ফিরে এসেছে।

বেনাপোল ইমিগ্রেশন সুত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারনে ২০২০ সালের ১৩ মার্চ বেনাপোল চেকপোষ্ট দিয়ে দু দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল বন্ধ হয়ে য়ায়। পরে করোনার সংক্রমন একটু কমলে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা নেয়া যাত্রীরা দু দেশের মধ্যে যাতায়াতের অনুমতি পাই। পরবর্তিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন অফিস ভ্রমন ভিসা চালু করলেও সে সব ভিসায় বিমানে যাওয়ার অনুমতি থাকায় বেনাপোল চেকপোষ্ট দিয়ে বন্ধ ছিল ভ্রমন ভিসা নেয়া যাত্রী চলাচল। গত ১৩ মার্চ বাংলাদেশ সরকারের সরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরগমন ২ এর যুগ্ন সচিব মোঃ শাহরিয়াজ (পিএএ) স্বাক্ষরিত পত্রে জানানো হয় (পত্র সংখ্যা-৫৮.০০.০০০০.০৪১.২১.০০৩.১২.৪২) যে,ভারতীয় নাগরিকদের বাংলাদেশে আগমনের জন্য শর্ত সাপেক্ষে ভিসা প্রদানে নির্দেশ ক্রমে এ বিভাগের সম্মতি জানানো হলো। বাংলাদেশ সরকার এ সিদ্ধান্ত দেয়ার পর ভারত সরকার ও একই ভাবে ভারতে ভ্রমনে বাংলাদেশীদের জন্য ভ্রমন ভিসা চালু করেন এবং ৩ মার্চ থেকে সড়ক পথে ভ্রমন ভিসা ইসু করছেন। ২০২২ সালে নতুন ভ্রমন ভিসা পাওয়া ৭/৮ জন বাংলাদেশী যাত্রী বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারত ভ্রমনে গেছেন।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু আহম্মেদ বলেন, ভারতীয় হাইকমিশন ৩ মার্চ থেকে নতুন ভ্রমন ভিসা চালু করেছেন। ২০২২ সালে দেয়া নতুন নতুন ভিসায় কয়েকজন যাত্রী ভারতে গেছেন। তবে পাসপোর্টে আগে নেয়া থাকা পুরাতন ভিসায় কোন যাত্রী ভারতে যেতে পারছেন না। ২০২২ সালে নেয়া ভ্রমন ভিসার যাত্রীরা বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে ভ্রমন করতে পারেবেন।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৫/০৪/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন