১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৩:০৪

শিরোনাম
খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সাড়ে ৪১ কোটি টাকার মুনাফা অর্জন মোংলা বন্দরের খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” এর সমাপনী অনুষ্ঠিত শহীদ সাকিবের কবর জিয়ারতের মাধ্যমে খুলনায় এনসিপি’র কার্যক্রম শুরু

হারিয়ে যাওয়ার দেড় মাস পর পিতাকে ফিরে পেল ৭ বছরের এতিম শিশু ইয়ামিন

প্রকাশিত: মে ৯, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:

হারিয়ে যাওয়ার দেড় মাস পর পিতাকে ফিরে পেল নারায়নগঞ্জের ফতুল্লার ৭ বছরের এতিম শিশু মোঃ ইয়ামিন। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে ইয়ামিনকে তার পিতা মোঃ সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিঃ উপ-পুলিশ কমিশনার (সদর) মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৯ মার্চ ২০২৪ কমলাপুর রেলওয়ে স্টেশন হতে ট্রেনে উঠে মোঃ ইয়ামিন (৭) নামে একটি শিশু সন্ধ্যায় খুলনা রেলওয়ে স্টেশনে এসে পৌছায়। এরপর সে খুলনা
খুলনার হরিণটানা থানাধীন গল্লামারী এলাকাতে এসে কান্না-কাটি করতে থাকলে পথচারীরা হরিণটানা থানা পুলিশকে বিষয়টি জানায়। হরিণটানা থানার এসআই (নি:) মোঃ মাসুম বিল্লাহ শিশু মোঃ ইয়ামিনকে সাথে করে থানায় নিয়ে আসেন। ইয়ামিনের দেয়া তথ্যমতে ঢাকার কমলাপুর এলাকায় চেষ্টা করেও তার পিতার কোন সন্ধান করা সম্ভব হয়নি। পরে তাকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, বটিয়াঘাটা, খুলনায় বালক হোস্টেলে রাখা হয়। সেখানে থাকা অবস্থায় ইয়ামিন জানায়, কমলাপুর নিয়ে গেলে সে তার বাড়ি খুঁজে বের করতে পারবে।
ইয়ামিনের বক্তব্যের উপর আস্তা রেখে গত ৮ মে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হকের নির্দেশ মোতাবেক হরিণটানা থানা পুলিশ, উপজেলা সমাজসেবা অফিসার এবং শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, বটিয়াঘাটা, খুলনা’র ৫ (পাঁচ) সদস্যের একটি টিম তাকে নিয়ে ঢাকায় যায়। সেখানে ইয়ামিন তার বাড়ি দেখাতে না পারলেও নারায়নগঞ্জগামী একটা ট্রেন দেখিয়ে জানায় যে তাকে ওই ট্রেনে নিয়ে গেলে ভালো করে বাড়ি চিনতে পারবে। আজ বৃহস্পতিবার সকালে শিশুটিকে নিয়ে খুলনা থেকে যাওয়া টিম নারায়নগঞ্জের দিকে রওনা হয়। ট্রেনে জনৈক ব্যক্তি ইয়ামিনকে দেখে চিনতে পেরে তিনি তাদের বাড়ির ঠিকানা বলে দেন। তার দেয়া তথ্যানুযায়ী টিমটি ইয়ামিনকে তার বাড়ি লালপুর পেীঁছে দিতে সক্ষম হয়।
উক্ত টিমের সদস্যরা শিশু মোঃ ইয়ামিন কে তার পিতার জিম্মায় প্রদান করে খুলনায় ফিরে আসে।
ভুমিষ্ট হওয়ার পর পরই শিশু মোঃ ইয়ামিন এর মা মারা যায়। তার বাবা মোঃ সাইফুল ইসলাম আর বিবাহ করেননি। মা বিহীন এই ভূবনে সে তার বাবাসহ চাচা ফুফুদের সাথে ঐ নিভৃত পল্লীতে থাকে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন