প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪
তথ্য প্রতিবেদক:
খুলনায় হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে উৎসব মন্ডল নামের একজন সনাতন ধর্মী যুবক কটুক্তি করায় বিচারের দাবিতে সোনাডাঙ্গাস্থ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ জনতা আন্দোলন করছেন। এর আগেও সে দুই দফায় কটুক্তি করেছে।
বুধবার সন্ধ্যার পরপরই এ আন্দোলন শুরু হয় এবং যত সময় ধরে এ যুবককে সবার সামনে যথাযথ বিচার করা না হবে তত সময় এ আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা বলেছেন। পুলিশ, নৌবাহিন, সেনাবাহিনীর অফিসারবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়কবৃন্দ বিক্ষোভকারীদের আইন হাতে তুলে না নিতে আহ্বান জানালেও তারা মানছেন না।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, সরকারি সুন্দরবন কলেজের ছাত্র উৎসব মন্ডল হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করেন। পরবর্তীতে খুলনা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা উৎসব মণ্ডল’কে ধরে আইডি শনাক্তকরণের জন্য ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ)’র কার্যালয়ে নিয়ে আসেন। বিষয়টি জানাজানি হলে ধীরে ধীরে বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন এবং তারা স্লোগান তোলেন উৎসবের বিচারের জন্য।
সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তাইফুর রহমান বলেন, তিনি বলেন উৎসব মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাকে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। তিনি উত্তেজিত ছাত্রদের শান্ত থাকার জন্য অনুরোধ জানান।