১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১০:৫২

শিরোনাম
ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩

সেনহাটি ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান জিয়া গাজী হত্যা মামলায় কারাগারে

প্রকাশিত: নভেম্বর ২, ২০২১

  • শেয়ার করুন

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদ থেকে সদ্য নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান ( জিয়া গাজী) একটি হত্যা মামলায় খুলনার আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাকে খুলনা জেলা কারাগারে প্রেরণ করেন।
গত ২৫ জুলাই স্থানীয় ইউপি নির্বাচন, এলাকায় আধিপত্য বিস্তার ও প্রতিহিংসার কারনে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন যুবলীগ নেতা ও ইলেকট্রনিক ব্যাবসায়ি ইয়াসিন শেখ। ইয়াসিন শেখ নিহত হওয়ার পর গত ২৭ জুলাই দিঘলিয়া থানায় হাজির হয়ে চেয়ারম্যান জিয়া গাজী সহ অন্যান্য আসামীদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা হাফিজা বেগম, যার মামলা নং ০৯। দিঘলিয়া থানায় মামলা হওয়ার পর ১ নং আসামি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান ( জিয়া গাজী) পলাতক ছিলেন।

ইউনিয়ন পরিষদের নির্বাচন কে সামনে রেখে এই হত্যা মামলার ০১ নং আসামি গাজী জিয়াউর রহমান ( জিয়া গাজী) গত ৬ই সেপ্টেম্বর ২০২১ উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন গ্রহন করেন। জামিনে থাকাকালীন সময়ে সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেনহাটি ইউনিয়ন পরিষদ থেকে সতন্ত্র প্রার্থী হয়ে পাঁচ হাজার দুইশত ভোটের ব্যাবধানে বিজয় অর্জন করেন।

২ নভেম্বর সকালে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালতে হাজির হয়ে পুনরায় জামিন চাইলে বিজ্ঞ আদালত উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তাকে কারাগারে প্রেরণ করেন। দিঘলিয়ার চাঞ্চল্যকর ইয়াসিন শেখ হত্যা মামলায় গত ২৮ জুলাই খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামান এর আদালতে চন্দনীমহল এলাকার বাবুল খাঁ এর ছেলে সানী ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে । সানির স্বীকারোক্তি মোতাবেক নিহত ইয়াসিন শেখ এর আপন মামাতো ভাই ইমরান গাজী (৩২) ও ইকলাস গাজী (২৭) কে দিঘলিয়া থানা পুলিশ আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন।

সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান ( জিয়া গাজী) আটক হওয়ায় এই হত্যা মামলায় চারজন কারাগারে আছে বলে জানা গেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন