১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:২৯

শিরোনাম
খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত

সার্ভার সমস্যায় বেনাপোলে পণ্য খালাস কমেছে ৭০ শতাংশ।

প্রকাশিত: মার্চ ১৩, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল স্থলবন্দরের কাস্টম হাউসে গত চারদিনে ইন্টারনেট সার্ভার সংযোগ না থাকায় চাহিদা মতো পণ্য খালাস নিতে পারছে না ব্যবসায়ীরা। এতে করে লোকসান গুণতে হচ্ছে ব্যবসায়ীদের।
রোববার (১৩ মার্চ) বিকেলে সার্ভার ত্রুটির বিষয়টি নিশ্চিত করে আমদানি-রফতানি কারকরা জানান, গত বুধবার (৯ মার্চ) সকাল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত বেনাপোল কাস্টমসের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল। বৃহস্পতিবার (১০ মার্চ) সারাদিনে ৩০ মিনিটের জন্য ইন্টারনেট সংযোগ হলেও পরে তা আবার বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে শনিবার (১২ মার্চ) সকাল থেকে পুনরায় আবারও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে কাস্টমসে এন্ট্রি শাখায় প্রায় দেড় হাজার ফাইল পড়ে আছে। যার ফলে ব্যবসায়ীরা চাহিদা মত পণ্য খালাস করতে পারছে না।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ জানান, গত ৯ মার্চ ইন্টারনেট (সার্ভার) সংযোগের সমস্যা দেখা দেয়। কাস্টমসের ইন্টারনেট (সার্ভার) সংযোগ এনবিআর নিয়ন্ত্রণ করে থাকে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আশা করা যায় দ্রুত সমস্যা সমাধান হবে।

বেনাপোল ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী জানান, প্রতিদিন বেনাপোল বন্দর থেকে বিভিন্ন ধরনের প্রায় ৫০০ ট্রাক পণ্য খালাস হয়ে থাকে। কিন্তু কাস্টমসে সার্ভার ত্রুটিতে পণ্য খালাসের পরিমাণ ১০০ ট্রাকে নেমে এসেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন