১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:২৯

শিরোনাম
খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত

সাদিপুর গ্রামের সোহাগ হোসেন ১০ হাজার ৯ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ফরিদপুর র‌্যাবের হাতে আটক ।

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
র‌্যাব সদস্যরা ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় পাজেরো জীপ ১০ হাজার ৯ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে।বুধবার তাদের আটক করা হয়।

আটকরা হলো,যশোর জেলার বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আকরাম আলীর ছেলে মোঃ সোহাগ হোসেন (৩০ এবং যশোর সদরের পিয়ারী মহন রোডের মৃত এমএস আলম খানের ছেলে শাহারিয়ার আলম খান (৪৪)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দের বাইপাস সড়ক মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ৯ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ হোসেন ও শাহারিয়ার আলম খানকে আটক করে।
আটকের সময় তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬টি সিম কার্ড, ৪ টি মোবাইল ফোন, ৯ হাজার ৩ শত টাকা ও ১টি পাজেরো জীপ জব্দ করে।

পরবর্তীতে আসামীদের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী।তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট পরিবহনের জন্য এ মহাসড়ক ব্যবহার করে আসছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে সাদিপুর গ্রামে খোঁজ খবর নিয়ে জানা গেছে সোহাগ হোসেন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে বেড়িয়ে আসবে আরো গডফাডারদের নাম।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৫ /০৮ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন