৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,ভোর ৫:১৫

সাংবাদিক সেলিম রেজার পিতার মৃত্যু ।

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
যশোরের বেনাপোল প্রেসক্লাবের কার্য নিবাহী সদস্য ও বাংলা ট্রিব্রিউন,ঢাকা ট্রিব্রিউন এর বেনাপোল প্রতিনিধি সেলিম রেজার পিতা মিজানুর রহমান (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৮শে জানুয়ারী) ৮.৩৫ মিনিটে নিজ বাসায় শার্শা উপজেলার লক্ষনপুর গ্রামে তিনি ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি ৬ছেলে ২মেয়ে সহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০ সময় লক্ষনপুর ঈদগাঁ মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব বেনাপোলের সভাপতি অালহাজ্ব মহসিন মিলন,সহ- সভাপতি অালহাজ্ব জামাল হোসেন, অালহাজ্ব বকুল মাহবুব, সাধারন সম্পাদক রাশেদুর রহমান রাশু, সমকালের সাজেদুর রহমান, যুগান্তরের কামাল হোসেন, ইত্তেফাকেে কাজী শাহজাহান সবুজ,একাত্তর টিভি মোসলিম উদ্দিন পাপ্পু,সকালের খবর পত্রিকার মশিউর রহমান, এশিয়ান টেলিভিশন ও দৈনিক দিনকালের মোঃ মিলন হোসেন ,মানবকন্ঠের ফারুক হাসান, যায়যায় দিনের জি এম,অাশরাফ অামার সংবাদের ফারুক অাহম্মেদ,লোক সমাজের মনিরুল ইসলাম মনি, এস এ টিভির শেখ নাসির উদ্দিন, সংবাদের দেবুল কুমার দাশ, মোহনা টিভির শিশির কুমার প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন