২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১২:৩১

শার্শায় ৬ জুয়াড়ী আটক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
যশোরের শার্শা সীমান্তে একটি জুয়ার আসর থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ । এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৪৬০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।বুধবার তাদেরকে আটক করা হয়।
আসামীরা হচ্ছে গোড়পাড়া কলোনী পাড়ার সিদ্দিকুরের ছেলে জয়নাল আবেদীন (৩৫), আবুল কাশেমের ছেলে মোসলেম(৩০), রবিউল ইসলামের ছেলে কামাল হোসেন (৩৫), শফিকুল ইসলামের ছেলে ইউনুচ আলী (৩৫), আবু হানিফের ছেলে সোহান মিয়া (২২) ও আবুল হোসেনের ছেলে হাকিম (৩৬)।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, একটি সংঘবদ্ধ জুয়াড়ি চক্র দীর্ঘদিন ধরে শার্শার কলোনী এলাকায় নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। আজ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৪/০৭/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন