২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১২:৪৪

শার্শায় লকডাউন না মানাই ৭ জনকে জরিমানা।

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
যশোরের শার্শা উপজেলাতে চলমান লকডাউনের বিধি-নিষেধ উপেক্ষা করে চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৭ জনকে ২৯০০ টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা উপজেলার নাভরণ বাজার,উলাশি বাজার, জামতলা, বাঁগআচড়া,ধলদা বাজার, রামপুর বাজার ও শার্শা বাজারে এ অভিযান পরিচালনা করেন।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম জানান, করোনা সংক্রমণ রোধে সরকার নানা বিধি নিষেধ জারি করেছেন। বার বার নিয়ম মানতে বিভিন্ন প্রচার প্রচারনা চালানো হচ্ছে। কিন্তু কিছু মানুষ নির্দেশনা না মেনে অপ্রয়োজনে ঘর থেকে বাইরে বের হচ্ছেন এবং ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন। এমন অভিযোগে অভিযান চালান উপজেলা ভ্রাম্যমান আদালত। এসময় মাস্ক ব্যবহার না করা ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৭টি মামলায় ৬ জনকে ২৯০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহযোগীতা করতে উপস্থিত ছিল সেনাবাহিনী,পুলিশ ও আনসার সদস্যরা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন