২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৩:৪৫

শার্শায় র‌্যাবের অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক-১।

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,

যশোরের শার্শা গোগা এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সুমন হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।সোমবার ভোরে তাকে আটক করা হয়।সে শার্শা থানার পাচভূলেট গ্রামের সাবান আলি বিশ্বাস এর ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন গোগা সাকিনের গোগা বাজারস্থ গোসত পট্টি আরিফ জয়েলার্সের সামনে ইটের রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে মোঃ সুমন হোসেন (২৮), পিতা-মোঃ সাবান আলী বিশ্বাস , সাং-পাঁচ ভুলট, থানা-শার্শা, জেলা-যশোর’কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতেনাতে আটক করা হয়।
তার বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৬/০৪ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন