২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৭:৫৫

শার্শায় বাগান পরিষ্কার করতে গিয়ে ককটেল বিস্ফোরণ।

প্রকাশিত: নভেম্বর ২, ২০২২

  • শেয়ার করুন

 

মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শায় বাগান পরিস্কার করতে গিয়ে পরিত্যাক্ত ককটেল বোমা বিস্ফোরণে দাউদ হোসেন নামে এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। বুধবার (২ নভেম্বর) উপজেলা আমড়াগাছি গ্রামে এই ঘটনার পর দাউদ হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দাউদ হোসেন একই গ্রামের মুস্তাক আহম্মেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাউদ হোসেন এদিন সকালে বাড়ির কাছে বাগান পরিস্কার করছিলেন। এসময় ওই বাগানে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা একটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটে। ওই বোমার স্প্রিন্টারে তার কানে ও পিঠে ঝলসে গেছে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনালে হাসপাতালে ভর্তি রয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানিয়েছেন, বোমার স্প্রিন্টারে তার কান ও পিঠে ঝুলছে গেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন