৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,ভোর ৫:৩৬

শার্শায় র‌্যাবের অভিযান ১ টি একনলা বন্দুক ও ৮ রাউন্ড গুলি উদ্ধার।

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
যশোর র‌্যাব-৬,ক্যাম্পের সদস্যরা শুক্রবার বিকালে শার্শা থানাধীন মাঠলা বিলের মধ্যে পাঁকা রাস্তায় ব্রীজের উপর পরিত্যক্ত অবস্থায় ১ টি একনলা বন্দুক ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় কোন অস্ত্র ব্যবসায়ীকে আটক করতে পারেনি তারা।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শার্শা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

যশোর র‌্যাব ক্যাম্প থেকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা শার্শা মাঠলা বিলের মধ্যে পাঁকা রাস্তায় ব্রীজের উপর অস্ত্র কেনাবেচা করছে।এমন সংবাদে র‌্যাবের একটি টিম সেখানে অভিযান চালালে তারা অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায়।উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৮ /০১/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন