২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৭:০০

শার্শা অগ্রভূলোট সীমান্তে ২টি নাইন এমএম পিস্তল ও ২টি ম্যাগাজিন আটক করেছে বিজিবি।

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ অগ্রভুলোট ক্যাম্পের সদস্যরা রোববার রাতে একটি অভিযান চালিয়ে ২টি নাইন এম এম পিস্তল ও ২ টি ম্যাগজিন এবং একটি মোটর সাইকেল আটক করেছে।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।
১৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর সার্বিক দিক নির্দেশনায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ অগ্রভূলাট বিওপি’র ০১টি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ৬০ আর পিলার হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অগ্রভূলাট দক্ষিনপাড়া পাকা রাস্তার পার্শ্বে গোপনীয়তার সাথে অবস্থান নেয় এবং কিছুক্ষন পর ০১ জন ব্যক্তিকে পালসার মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর যশোর ল-১১-৮৮০৭) যোগে আসতে দেখে। উক্ত ব্যক্তি টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহজনকভাবে থামতে বলে। মোটর সাইকেলটি থামানোর পর তাকে তল্লাশীর জন্য কোমরে হাত দিলে তৎক্ষনাত সে তার লুঙ্গি খুলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে ০২টি ৯ এমএম পিস্তল (ইউএসএ), ০২টি খালী ম্যাগাজিন এবং ০১ (এক) টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃত অস্ত্র, ম্যাগাজিন এবং মোটর সাইকেল এর সিজার মূল্য- ৩,৫১,০০০/- (তিন লক্ষ একান্ন হাজার ) টাকা।

বর্তমানে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তে এলাকায় বিশেষ অপারেশন পরিচালনার সাথে সাথে তল্লাশী চৌকি/পোষ্টগুলোতে বিশেষ তল্লাশীতে বিপুল পরিমানে স্বর্ণ এবং মাদক দ্রব্য আটক হওয়ায় স্থানীয় চোরাকারবারীরা বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ এবং ভারত হতে বাংলাদেশে অস্ত্র-গোলাবারুদ চোরাচালান করছে। এ প্রেক্ষিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর কঠোর নজরদারী ও গোয়েন্দা তথ্যের সঠিক প্রয়োগ এবং সীমান্তে নিরন্তর টহল কার্যক্রম পরিচালনার কারণে সকল প্রকার চোরাকারবারী ও চোরাচালানী মালামাল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র আটক করতে সক্ষম হচ্ছে।

অস্ত্রের চালান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল তানভীর রহমান পিএসসি ইঞ্জিনিয়ার্স।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৯/০২/২০২৩
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন