১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:০৩

লবণচরা থানার কড়া নজরদারীতে প্রায় দেড় মণ গাঁজাসহ আটক-২

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে এবার ৫৮ কেজি গাঁজা উদ্ধারসহ ২ পাচারকারীকে আটক করল থানা পুলিশ। আটকৃতরা হলেন পটুয়াখালীর বাউফল থানার কেশবপুর এলাকার মৃত জয়নাল গাজী ও মৃত মনোয়ারা বেগমের পুত্র অলি গাজী (৩৯) এবং মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার উত্তর রাঙ্গাবালী এলাকার মৃত মেহেরুন্নেছা ও মৃত সেকেন্দার আলী পুত্র মোঃ স্বপন। শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১ টায় নগরীর সাচিবুনিয়া বিশ্বরোডস্থ মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গাঁজা পাচারকারীরা উক্ত ২ জন ঢাকা থেকে এনা পরিবহনে ৪টি ব্যাগে ১৩টি প্যাকেটের মাধ্যমে ৫৮ কেজি গাঁজা নিয়ে খুলনায় আসছিলো। গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে নগরীর সাচিবুনিয়া মোড়ে লবণচরা থানার এস আই প্রদীপ বৈদ্য, এস আই মাসুম বিল্লাহ ও এস আই শরীফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা পাচারের সাথে যুক্ত থাকার কথা শিকার করেছেন। তবে এ চালানের মূল হোতা কে এবং কার কাছে যাবে সেটা পাচারকারীরা জানেন না বলে জানিয়েছেন। দু’জনে ১০ হাজার টাকার বিনিময়ে এ মাদক (গাঁজা) ঢাকা থেকে খুলনায় নিয়ে আসেন। প্রথমে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে তাদের সাথে কেউ একজন দেখা করবেন তারপর সেখান থেকে নগরীর জোড়াকল বাজারে এ মাদক যাবে বলেও তারা জানিয়েছেন। তবে ঠিক কার কাছে পৌছাবে সেটা জানেন না। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাচারকারীদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছিলো।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন