২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ১২:০৬

লঞ্চে অগ্নিকাণ্ড: রেড ক্রিসেন্ট ও জেলা প্রশাসনের তালিকায় নিখোঁজ ৬৮

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১

  • শেয়ার করুন

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ৫১ জনের তালিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। এ ৫১ জন ঝালকাঠির।

এ ছাড়া, আজ শনিবার বরগুনা জেলা প্রশাসনের দেওয়া তালিকা অনুসারে ১৭ জন নিখোঁজ আছেন। বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ঝালকাঠি জেলা প্রশাসন জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩৮ জনের মধ্যে ৩৭ জনের মরদেহ দেওয়া হয়েছে বরগুনা জেলা প্রশাসনকে।

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানিয়েছেন, এই ৩৭ জনের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২৭ জনকে শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ সংগ্রহ করে গণকবর দেওয়া হচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন