২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ১:৫২

রোটারী ক্লাব অব পশুরের রেগুলার মিটিং অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তি: রোটারী ক্লাব অব পশুর খুলনার রেগুলার মিটিং আজ ( শনিবার) ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার এস এম মহিবুল হক মাসুদের সভাপতিত্বে খুলনা প্রেসকøাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয় এবং সর্বসম্মতিতে গৃহিত হয়।
ক্লাব সেক্রেটারী রোটারিয়ান আলমগীর হান্নানের পরিচালনায় বক্তব্য প্রদান করেন ঢাকা থেকে আগত রোটারি ক্লাব অব ঢাকা প্রাইমের পিপি রোটারিয়ান আতিকুর রহমান, এ্যাসিট্যান্ট গভর্ণর রোটারিয়ান ফেরদৌসুর রহমান পিয়াস, রোটারিয়ান পিপি হুমায়ুন কবীর, রোটারিয়ান আহমেদ জোবায়ের খান জবা, রোটারিয়ান মফিজ আহমেদ, রোটারিয়ান সামসুল আরেফিন লিয়ন, রোটারিয়ান হাসান আহমেদ মোল্লা, রোটারিয়ান এলিনা রহমান, রোটারিয়ান বাপ্পি খান প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন