২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৬:৪৬

মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : মোংলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকালে পৌর শহরের কুমারখালী এলাকায় শেখ আব্দুল হাই ফাউন্ডেশন চত্বরে এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

দৃষ্টিদান চক্ষু হাসপাতালের পরিচালক মল্লিক আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ চক্ষু ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান জসিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম ও দ্যা ফ্রেড হলোজ ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আমিনুর রহমান।

শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের আয়োজনে ও দ্যা ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগীতায় এবং দৃষ্টিদান চক্ষু হাসপাতালের বাস্তবায়নে অনুষ্ঠিত দিনব্যাপী চক্ষু ক্যাম্পে প্রায় ৫শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্রদাণ করা হয়। এরমধ্যে বাছাইকৃত রোগীদের চোখের ছানি অপারেশনে নেয়া হবে বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে। বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ একেএম আরিফুল আলমের নেতৃত্বে ১২সদস্যের একটি টিম এ চক্ষু ক্যাম্পে আগত রোগীদের সেবা প্রদাণ ও ছানী রোগীদের বাছাই করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন