১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১২:২৫

শিরোনাম
সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয় -ধর্ম বিষয়ক উপদেষ্টা নৌবাহিনী পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক গণহত্যাকারীদের রাজনীতি করার কোন অধিকার নেই-জামায়াতের আমীর পরিকল্পনার অভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে সুন্দরবনের পর্যটন শিল্প শেখ হাসিনার পর এখন অদৃশ্য ষড়যন্ত্রের মোকাবেলা করছি-গয়েশ্বর রায় মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক রোববার থেকে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন : তারেক রহমান মহেশখালীতে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করেছে বাংলাদেশ নৌবাহিনী

মোংলায় প্যারাডাইস হোটেলের গ্রিল খেয়ে ৪০ জন হাসপাতালে

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪

  • শেয়ার করুন

আবুল হাসান, মোংলা : মোংলায় নিউ প্যারাডাইস হোটেল এন্ড রেষ্টুরেন্টের গ্রিল ও নান রুটি খেয়ে ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বেসরকারি রাব্বি ক্লিনিকে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) ও বুধবার(৬ নভেম্বর) রাতে শেখ আব্দুল হাই সড়কের নিউ প্যারাডাইস হোটেল এন্ড রেস্টুরেন্টের গ্রিল ও নান রুটি খান তারা।
এ বিষয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আফসানা নাইম বলেন, শহরের নির্দিষ্ট একটি খাবার খেয়ে গত দুইদিন ধরে তারা অসুস্থ হয়ে পড়েছেন। অনেকে চিকিৎসা নিয়ে বাসায় গেছেন। এই মূহুর্তে তার হাসপাতালে ১৫ জনের মতো এখনও ভর্তি আছেন। তাদের চিকিৎসা চলছে।
নিউ প্যারাডাইস হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক খোরশেদ আলম বলেন, ‘এটা কিভাবে হয়েছে জানিনা। অসুস্থ রোগীদের অভিযোগ বিষয়ে তিনি দাবি করেন-তাদের নিজেদের জন্য হয়েছে, এটার জন্য আমি দায়ী না’।
তবে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বাসু দেব কুমার বিশ্বাস বলেন, নিউ প্যারাডাইস হোটেল এন্ড রেষ্টুরেন্টের মালিক খোরশেদ আলমকে বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেকে এনে সতর্ক করা হয়। পরে এ ঘটনার জন্য খোরশেদ আলম দুঃখ প্রকাশ করেন।এ বিষয়ে মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন বলেন, ‘অসুস্থ রোগীদের অভিযোগ পেলে তদন্ত করে ওই হোটেলটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন