প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩
ঢাকা অফিস : অর্ধশত যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পিকনিকের ট্রলারের সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষে ট্রলারডুবির ঘটনার পর শিশুসহ ৬ জনের লাশ উদ্ধার হয়েছে।
। দুর্ঘটনাস্থল থেকে এরই মধ্যে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আটজন। ট্রলারটিতে ৪৬ জন যাত্রী ছিল। জীবিত উদ্ধার করা হয়েছে ৩২ জনকে।
ফায়ার সার্ভিসের স্থানীয় ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, শনিবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং এর খিদিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে ৪৬ জন যাত্রী ছিল। এরমধ্যে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ৮ জন।
পুলিশ ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, পদ্মা নদীর মাওয়া পয়েন্ট থেকে সিরাজদিখান এর দিকে যাচ্ছিলো পিকনিকের ট্রলারটি। রাত আটটার দিকে ঈদের পাড়া ইউনিয়নের রসকাটি এলাকায় পৌঁছালে অন্ধকারে একটি বালুবাহী বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ ডুবে যায় ট্রলারটি।
এসময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় বাকিরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালছে।