২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১২:০৩

মহান বিজয় দিবসে বিএইচবিএফসি খুলনা জোনাল অফিসের পুষ্পস্তবক অর্পণ

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২

  • শেয়ার করুন

মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) খুলনা জোনাল অফিস।

শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে বিএইচবিএফসি খুলনা জোনাল ম্যানেজার সি এম রুম’র নেতৃত্বে খুলনা মহানগরীর গল্লামারী বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে বিজয় দিবস উদযাপনে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের অংশগ্রহণে র‍্যালী হয়।
এ সময় বিএইচবিএফসি খুলনা জোনাল অফিসের প্রধান শাখা ম্যানেজার আওলাদ হুসাইন, নির্বাহী প্রকৌশলী মুহাম্মাদ আব্দুর রব, সিনিয়র প্রিন্সিপাল অফিসার দিল এ রওশন, প্রিন্সিপাল অফিসার জান্নাতুল ফেরদৌস, সহকারী প্রকৌশলী মোহাম্মদ হেদায়েত উল্লাহ, সিনিয়র অফিসার চন্দন কুমার শীল, মোঃ ফিরোজ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন