১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ২:২১

শিরোনাম
খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা

মটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী নিহত

প্রকাশিত: মে ২২, ২০২১

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদকঃ

বটিয়াঘাটা উপজেলা ডাকবাংলোর সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সাধনা বালা (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

শনিবার (২২ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে চালনা-খুলনা সড়কের বটিয়াঘাটা উপজেলা ডাকবাংলোর সামনে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় অসাবধানতা বশতঃ এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাধনা বালা উপজেলার কায়েমখোলা হুলা গ্রামের সুশীল বালার মেয়ে এবং পঙ্কজ রায়ের স্ত্রী (স্বামী পরিত্যক্তা) ।

নিহতের ভাই সুজিৎ বালা জানান, তিনি খুলনা শহরের গল্লামারীর এলাকায় জনৈক প্রিতাংশু বিশ্বাসের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। তিন দিনের ছুটি শেষে তিনি বাবার বাড়িতে থেকে গৃহকর্তার মটর সাইকেলে খুলনা যাওয়ার পথে বটিয়াঘাটা উপজেলা ডাকবাংলোর সামনে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় মটর সাইকেল থেকে ছিটকে পড়ে গেলে মাথায় আঘাত লেগে।

এসময়ে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে মাথায় আঘাতের স্থান থেকে অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ার ফলে সন্ধ্যা ছয়টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বটিয়াঘাটা থানার ওসি তদন্ত খালিদ হোসেন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতক্ষদর্শীদের মধ্যে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই স্প্রিড ব্রেকার অনেকটা উচু এবং মার্কিং না থাকাতে গাড়ির চালকদের নিয়ন্ত্রণ কষ্টকর হয়ে যায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন