২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১১:০৩

ভোমরায় পরিদর্শন ও মত বিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মুনিম ভোমরা স্থলবন্দরের আমদানী-রপ্তানী পণ্য বাড়ানো সম্ভব এসআরও পরিবর্তনের মাধ্যমে

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা (সাতক্ষীরা): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচীব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম বৃহস্পতিবার বেলা ১২ টায় সাতক্ষীরার গণমানুষের অর্থনৈতিক প্রাণকেন্দ্র ভোমরা স্থলবন্দর পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে ভোমরা স্থলবন্দরের অবকাঠামো সমস্যা, সড়ক যোগাযোগ অব্যবস্থাপনা, স্থলবন্দর পার্কিং ইয়ার্ডের জরাজীর্ণ দূরাবস্থা, জিরোপয়েন্ট কার্গো শাখার অব্যবস্থাপনা ও ভোমরা কাষ্টমসের নব নির্মানাধীন কার্যক্রম ধীর গতিসহ বিভিন্ন অবকাঠামো স্বচক্ষে অবলোকন করেন। এরপর তিনি শুল্ক স্টেশন ভোমরা কাষ্টমস আয়োজিত স্থলবন্দর কর্তৃপক্ষ প্রশাসনিক ভবন কার্যালয়ের কনফারেন্স কক্ষে খুলনা কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর- কমিশনার শামসুল ইসলামের সভাপতিত্বে পরিদর্শন ও মত বিনিময় সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন। এ মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের কাষ্টমস নীতি ও আইসিটি বিভাগের সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া, জাতীয় রাজস্ব বোর্ডের মুশক বাস্তবায়ন ও আইটি বিভাগের সদস্য ডঃ আব্দুল মান্নান শিকদার, খুলনা কাষ্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার তাসনিমুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, বিভাগীয় কাষ্টম তদন্ত ও শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মো: মনিরুজ্জামান চৌধুরী, ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমীর মামুন, রাজস্ব কর্মকর্তা(প্রশাসন) আকবার আলী, ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মনিরুল ইসলাম, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন খান, ভোমরা কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম ও অর্থ সম্পাদক দিপংকর ঘোষ প্রমুখ। এ মত বিনিময় সভার শুরুতে ভোমরা কাষ্টম সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফুজ্জামান আশু এবং বর্তমান কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। সভায় দেশের অন্যান্য পূর্ণাঙ্গ স্থলবন্দরের মত ভোমরা স্থলবন্দরেও সকল পণ্য আমদানীর অনুমতির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নিকট জোর দাবী জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। দাবীর প্রেক্ষিতে আবু হেনা মোঃ রহমাতুল মুনিম ব্যবসায়ী নেতৃবৃন্দদের জানান, এসআরও পরিবর্তন করতে হবে। এসআরও পরিবর্তনের মাধ্যমে ভোমরা স্থলবন্দরের আমদানী রপ্তানী পণ্য বাড়ানো সম্ভব হবে। সেক্ষেত্রে আগামী অর্থবছরের ২২ জুনের মধ্যে কাঙ্খিত একটা ফলাফল পাওয়া যাবে বলে তিনি সংশ্লিষ্ট সবাইকে আশ্বাস প্রদান করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন