২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১১:৩৫

ভোমরা স্থলবন্দরে কর্মরতদের জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন 

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১

  • শেয়ার করুন

এম. জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা) ঃ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কর্মরত শ্রমিকদের জন্য সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ভোমরার ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ,ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য মাকসুদ খান, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক খন্দকার আরিক হাসান প্রিন্স, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান, পৌর শাখার সভাপতি হাসানুজ্জামান নিশান, ছাত্রলীগ নেতা শাহরিয়ার আফনান, সিএন্ডএফের শাহিনুর রহমান শাহীন, ওহিদুল ইসলাম প্রমুখ। বর্তমান আহবায়ক কমিটির উদ্যোগে সপ্তাহে দু’দিন বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা স্থলবন্দরে কর্মরত ব্যবসায়ী, কর্মচারী ও শ্রমিকদের চিকিৎসা সেবা দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সিএন্ডএফ এডহক কমিটির আহবায়ক এজাজ আহমেদ স্বপন বলেন, আমাদের প্রতিশ্রæতি অনুযায়ী আমাদের দায়িত্ব গ্রহন করেই এ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা গ্রহন করেছি। আগামীতে সুযোগ পেলে এরকম ঘোষিত অন্যান্য প্রতিশ্রুতিও বাস্তবায়িত হবে। এছাড়া সিএন্ডএফ এডহক কমিটির সদস্য মাকসুদ খান বলেন, ৪৫ দিনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা হবে। এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সকলের সহযোগিতা পেলে ভোমরা কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট এ্যাসোসিয়েশন দূর্বার গতিতে এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন