২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:১৭

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন

প্রকাশিত: মে ১৮, ২০২২

  • শেয়ার করুন
এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা, সাতক্ষীরা: শপথ গ্রহনের মধ্য দিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের(সিএন্ডএফ) কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিতদের দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে ২০২২) বিকাল ২টা ৩০ মিনিটে সংগঠনের কনফারেন্স রুমে নব-নির্বাচিত কমিটির সভাপতি আলহাজ্ব কাজী নওশাদ দিলওয়ার রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ এ.কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো: নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর থানার অফিসার ইনচার্জ মো: গোলাম কবির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারন সম্পাদক মো: সাহাদাৎ হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান। উক্ত শপথ গ্রহন অনুষ্ঠানে সিএন্ডএফ এসোসিয়েশনের নির্বাচন কমিশনার আশরাফুল ইসলামের কাছে শপথ বাক্য পাঠ করেন বিনা প্রতিদ্বন্দিতায় নব-নির্বাচিত সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, সহ-সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন, সাধারন সম্পাদক এ.এস.এম মাকছুদ খান, যুগ্ম সাধারন সম্পাদক জি.এম আমির হামজা, অর্থ সম্পাদক আবু মুছা, সাংগঠনিক,বন্দর, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপংকর ঘোষ ও নির্বাহী কমিটির সদস্য শাহানুর ইসলাম শাহিন।
ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন