২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সন্ধ্যা ৭:৪৬

ভোমরা বন্দর ১৯৬৪ ও ১৭২২ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে ৬০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার আদেশ

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১

  • শেয়ার করুন

এম. জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা (সাতক্ষীরা) ঃ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারন হ্যান্ডলিং শ্রমিকদের বৃহৎ স্বার্থকে পাশ কাটিয়ে একচ্ছত্র বিস্তার ও আজীবন ক্ষমতায় থাকার লক্ষ্যে একটি স্বার্থান্বেষী শ্রমিক নেতারা বিগত ২০১৮ সালের ১১ মে করেছিল লোক দেখানো প্রহসনমূলক নির্বাচন। এ নির্বাচন পক্ষপাতপুষ্ট স্বজনপ্রীতি ও খামখেয়ালীপনার বেড়াজালে আটকে পড়ার অভিযোগও করেছিল শত শত ভুক্তভোগী শ্রমিকরা। এক পর্যায়ে স্বার্থান্বেষী শ্রমিক নেতারা ক্ষমতা ধরে রাখার তাগিদে শ্রম আইন ও গঠনতন্ত্রের প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে শ্রমিকদের ন্যায্য অধিকার বঞ্চিত করার মানসে পরিকল্পিত ছকে এক বিতর্কিত ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত করে। বিতর্কিত এ ত্রি-বার্ষিক নির্বাচনে ভোটার তালিকায় প্রকৃত হ্যান্ডলিং শ্রমিকদের নাম বাদ দিয়ে অশ্রমিকদের নাম ওই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করায় উত্তাল বিক্ষোভে ফেটে পড়ে প্রকৃত শ্রমিকরা। শ্রমিকদের দাবী-দাওয়া উপেক্ষা করার মধ্য দিয়ে কথিত শ্রমিক নেতাদের পক্ষ নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন সম্পন্ন করে। অনুষ্ঠিত এ নির্বাচনে সাধারন শ্রমিকদের ন্যায্য অধিকার ও তাদের স্বার্থ সংরক্ষনের লক্ষ্যে ২০১৮ সালের ১১ মে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করার জন্যে ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং: খুলনা-১৯৬৪/০৯) এর সাধারন সম্পাদক প্রার্থী জিয়াউল ইসলাম ও ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি:নং: খুলনা-১৭২২/০৩) এর সহ-সাধারন সম্পাদক প্রার্থী অহেদ আলী গাজী ২০১৮ সালের ৭ই জুন পরিচালক ও রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন খুলনা বরাবর একটি আপত্তিপত্র দাখিল করেন। কিন্তু পরবর্তীতে দাখিল করা আপত্তি বিষয়টি নিরসন না হওয়ায় ২০১৮ সালের ১২ই সেপ্টেম্বর খুলনা শ্রম আদালতে অনুষ্ঠিত নির্বাচন উহার ফলাফল বেআইনি ও বাতিলগণ্যে পুন: তফসিলের মাধ্যমে সঠিক ভোটার তালিকা প্রনয়ন করে গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন অনুষ্ঠানের আদেশের দাবিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২১৩ ধারা মোতাবেক পৃথকভাবে দুটি মামলা দায়ের করেন। (শ্রম মামলা নং ৭৭/১৮ এবং ৭৮/১৮)। করোনা ভাইরাস সংক্রমনকালে আদালত বন্ধ থাকায় মামলার কার্যক্রম কিছুটা পিছিয়ে পড়লেও গত ১৪ই অক্টোবর ২০২১ তারিখে মামলার শুনানি কার্যক্রম শেষ হওয়ার পর গত ২ নভেম্বর ২০২১ মামলার রায় ঘোষনা করেন বিজ্ঞ আদালত। প্রাপ্ত আদালতের রায়ে বলা হয়েছে, শ্রম ৭৭/১৮ এবং শ্রম ৭৮/১৮ নং মামলা ১ও ৫ নং প্রতিপক্ষের বিরুদ্ধে দু’তরফা সূত্রে ও অন্যান্য প্রতিপক্ষের বিরুদ্ধে এক তরফা সূত্রে বিনা খরচায় মঞ্জুর করা হলো। বিগত ২০১৮ সালের ১১ মে তারিখে অনুষ্ঠিত বিরোধীয় নির্বাচন ও উহার বাতিলগণ্যে রদ ও রহিত করা হলো। সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়ন (১) ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, রেজি: নং: খুলনা ১৯৬৪/০৯ ও (২) ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, রেজি: নং: খুলনা ১৭২২/০৩ এর নির্বাচন গঠনতন্ত্র অনুসরন করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনপূর্বক একটি সঠিক ভোটার তালিকা প্রণয়ন করে আগামী ৬০ দিনের মধ্যে বিধি মোতাবেক নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনে সার্বিক বিষয় তত্ত¡াবধানের জন্য পরিচালক ও রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন খুলনাকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটির চুলচেরা বিশ্লেষণ ও বিচারকার্য সম্পন্ন করে রায় ঘোষনা করেছেন খুলনা বিভাগীয় শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) সৈয়দ আরাফাত হোসেন। মামলা দু’টির পরিচালনায় ছিলেন ১নং দরখাস্তকারীর পক্ষে বিজ্ঞ আইনজীবি ড. মুহাম্মাদ জাকির হোসেন এবং প্রতিপক্ষের ছিলেন বিজ্ঞ আইনজীবি রফিকুল ইসলাম।

 

 

এম. জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা, সাতক্ষীরা।

মোবা: ০১৯১২-৯৯২১৬১

তারিখ: ১৬/১১/২০২১

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন