১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৩:৩৮

ভোমরা ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভায় বক্তারা, নেতাকর্মী সমর্থকদের নিরলস শ্রমে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে                                                

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা (সাতক্ষীরা): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীক প্রার্থীকে বিজয়ী করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানস কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়ন গতিশীল রাখার প্রয়াসে অতীতের সকল দ্বিধা-দ্ব›দ্ব, মান-অভিমান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের নিরলস শ্রমের মধ্য দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। ব্যক্তি স্বার্থকে পরিহার করে এবং ব্যক্তি প্রার্থীর দোষ ত্রুটি না দেখে শেখ হাসিনার নৌকা প্রতীককে জয়ী করার লক্ষ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একশ সদস্যবিশিষ্ট সুসংগঠিত কমিটি গঠন করতে হবে। নির্বাচন পরিচালনা কমিটির কর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে ভোট দেওয়ার আহŸান জানাতে হবে। নির্বাচনী বৈতরণী পার হতে হলে ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মাঠে নামতে হবে। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে নৌকার বিজয় নিশ্চিত হবে বলে আশা করা যায়। শনিবার (২৩ অক্টোবর ২০২১) সকালে ভোমরা স্থলবন্দরে স্বপন মার্কেটের ২য় তলায় বাংলাদেশ আওয়ামীলীগ, ৬ নং ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জরুরী বিশেষ বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম গুরুত্বপূর্ণ বক্তব্যে এ কথা বলেন। এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলীল মনোনয়ন প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ভোমরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: শহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এসএম শওকত হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: শাহাজান আলী, জেলা আওয়ামী তরুনলীগের সভাপতি মো: শাহানুর ইসলাম শাহিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অতিথিদেরকে ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক তাদের নির্বাচনী হালচাল ও সুবিধা-অসুবিধা তুলে ধরে বক্তব্য দেন।

 

 

 

 

 

 

 

 

 



ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন