প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১
এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা (সাতক্ষীরা): ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে ১৫ই আগস্ট ২০২১ (রবিবার) সকালে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট জিরোপয়েন্ট এলাকায় ঘোজাডাঙ্গা স্থলবন্দর কাষ্টমস সিএন্ডএফ এ্যাসোসিয়েশন, ঘোজাডাঙ্গা কাষ্টমস, ইমিগ্রেশন পুলিশ ও ট্রাক মালিক সমিতির কর্মকর্তাদের সঙ্গে ভোমরা স্থলবন্দরের শুল্ক স্টেশন, ইমিগ্রেশন চেকপোস্ট ও কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের এক মিলন মেলায় পরিণত হয়। এ মিলন মেলায় ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে মিষ্টি বিতরণ করা হয়। উভয় দেশের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে এক সৌহার্দপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভারতের উত্তর-চব্বিশ পরগণা জেলার ঘোজাডাঙ্গা কাষ্টমস অফিসের ইন্সপেক্টর দিপক সিং, কাষ্টমস সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি ভোলা ঘোষ, সাধারন সম্পাদক সঞ্জিব মন্ডল, কার্যকরী সদস্য মহিউদ্দীন পাপ্পু, তাপস সরকার, রাসেল কবির, কাষ্টমস প্রিভেন্টিভ সদস্য ঋষি কুমার, ট্রাক মালিক সমিতির কর্মকর্তা জামসেদ আলী। বাংলাদেশের পক্ষে ছিলেন, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন খাঁন, উপ পরিদর্শক (এএসআই) জাহিদ হোসেন এবং ভোমরা কাষ্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মনিরুল ইসলাম, ইব্রাহিম খলিল ও বোরহান উদ্দীন, ভোমরা কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিমসহ ভোমরা বন্দরের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ীরা।