২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১১:৪৮

শিরোনাম
ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

ভারতে পাচার ৫ বাংলাদেশি নাগরিককে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশী নাগরিক ৩ জন  পুরুষ ও ২ জন মহিলাকে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।বুধবার বিকালে তাদেরকে হস্তান্তর করা হয়।
ফেরত আসারা হলো মোঃ আজিম ভুইয়া (৩৪), জেলা-নরসিংন্দি (২) আহমেদ আল ফাহাদ (২৫), জেলাঃ ময়মনসিংহ (৩) মোঃ টুটুল (৩০), জেলাঃ গোপালগঞ্জ (৪) মোঃ মুনিয়া খাতুন (২৮) জেলাঃ যশোর (৫) মোঃ মুস্সাদ মমতা (৫৬), জেলাঃ রাজবাড়ী।
তারা যশোর,হিলি,আগরতলা,মহেশপুর সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর ভারতীয় পুলিশ কর্তৃক আটক হয়। পরে তাদের ১,২,৩ নং কে বীরপুর কারাগারে ২০১২ সাল হতে,পাটনা কারাগার ২০১৫ সাল হতে ও শ্রীবাস মন্ডল কারাগার ২০১৬ সাল হতে এবং ৪,৫ নং করোনা বস্তি পাঠাননগর, চকোরিয়া,নাগপুর  এ সেভ হোম শেষে আজ ১১ জানুয়ারী ২০২৩ তারিখ বিকালে বেনাপোল দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেন ভারতীয় পুলিশ।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন পাচার হওয়া বাংলাদেশী ৫ জন কে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১১/০১/২০২৩
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন